হৃদয়ের স্বপ্ন - আসাদ বিপুল

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৬, ২০২০ | দেখা হয়েছে: ১২০১ বার
হৃদয়ের স্বপ্ন - আসাদ বিপুল

মার হৃদয়ের কষ্ট গুলো 
যায় না বলা মুখে, 
কষ্টের মাঝে দুঃখের পাহাড় 
যায় না সহা বুকে। 
আমার দু'চোখে কান্নার জোয়ার 
যায় না কাঁদা দুঃখে, 
দুঃখ গুলো পাশ কাটিয়ে 
রাখতে হয় লুকে। 
আমার যতো চাওয়া পাওয়া
সুপ্ত রাখি আপন মনে,
না পাওয়ার বেদনা গুলো 
পীড়া দেয় সর্বক্ষণে। 
আমার অনেক ইচ্ছে জাগে
অনেক কিছু হতে,
সাধের কাছে সাধ্য পরাভূত 
অপূর্ণতাই কেবল সাথে।
পৃথিবীতে আমার স্বপ্ন অনেক 
কেমনে পূরণ হবে, 
কুল কিনারা কিছুই তো নাই 
স্বপ্ন স্বপ্নই রবে। 

আসাদ বিপুল
ভগিরথ মাছহাড়ী, নিউ সাহেবগঞ্জ, রংপুর।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন