আবু আফজাল সালেহ এর কয়েকটি ছড়া

প্রকাশিত হয়েছে : জুন ২৪, ২০২১ | দেখা হয়েছে: ৯০৪ বার
আবু আফজাল সালেহ এর কয়েকটি ছড়া

বৃষ্টিমাথায় ছবি আঁকি
বৃষ্টি বাদল ভোরবেলাতে
দ্যাখো দ্যাখো খোলো আঁখি
কদম গাছে বৃষ্টিমাখা
হাজার রকম রঙিন পাখি।
কালো পাখি হলুদ পাখি
কত্তরকম ডাকাডাকি
পীত হলুদে লাল খয়েরি
শাখা পাখির ছবি আঁকি।

মিষ্টি মেয়ে
রূপকথার বই হাতে নিয়ে
হনহন হেঁটে পনপন শেষে
ওই যে দ্যাখো দ্যাখো চেয়ে
আহা, কী যে মিষ্টি মেয়ে।

বেণির ঝুঁটি উড়ে যেন
ফুলে ফুলে রঙিন
দুকানে দুলছে দুল বর্ণিল
করে চিক্ চিক্ ঝিলমিল।

আমাদের রাজধানী
ই যে ঢাকা
নয় তো ফাঁকা
রাস্তা মোড়ে গাড়িজট
কোলাহলে মানুষজট।
কারখানার কালোধোঁয়া
দূষিত জল আলো ছোঁয়া।

এখানে নেই তেমন ভূমি
সবুজ খুঁজে হয়রান তুমি
সকাল বিকাল ও সাঁঝরাতে
ব্যস্ত সবাই ঠিক মাঝরাতে।

এই তো আমাদের রাজধানী
মানুষজন খুব সাবধানী।

আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট, চুয়াডাঙ্গা।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন