সুখের কাজল - মুতাকাব্বির মাসুদ

প্রকাশিত হয়েছে : এপ্রিল ২, ২০২১ | দেখা হয়েছে: ১০৫০ বার
সুখের কাজল - মুতাকাব্বির মাসুদ

মি এখন ভ্রাম্যমাণ ন্যানো সময়ে জীবন খুঁজি 
ঝরে পড়া বসন্তের শরীরে!
একদা কিশোরীর বুকে একফালি সবুজ 
তাও আজ  হারিয়ে গেলো দুর্বিনীত যৌবনের 
হলুদ রোগে! চারদিকে হিম করা সবুজ শূন্যতা!
নিঃশ্বাসে সুখেরও অসুখের গন্ধ মেলে, 
এ মাতাল চোখের কৃষ্ণ দিঘি-ফালিফালি জল 
শুকনো মৃত্তিকায় খুঁজে সুখের কাজল! 
পাখিরাও জেনে গেছে
শোভিত ডানার নিচে সুখের ওম নেই আজ! 

মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, সিলেট,
বাংলাদেশ।
৩১ -০৩-২০২১

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন