বইমেলা - এ.আই রানা চৌধুরী

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২৫, ২০২০ | দেখা হয়েছে: ৯৭৯ বার
বইমেলা - এ.আই রানা চৌধুরী

লো যাই সব বইমেলাতে
দেখতে বইয়ের মেলা,
জ্ঞানী-গুণী লেখক সেথা
করছে বইয়ের খেলা।
গল্প, ছড়া আছে অনেক
কোনটা নেবে ভাই?
বইয়ের চেয়ে আপন কোন
বন্ধু ভবে নাই।
খুলবে যখন ভালোবাসার
উপন্যাসের পাতা, 
পড়বে যখন, লাগবে ভালো
সতেজ হবে মাথা।
কাব্য করে কত কবি
বলবে কথা হেসে,
দেখো ও ভাই শাহবাগের এই
বইমেলাতে এসে।

এ.আই রানা চৌধুরী । ডিমলা, নীলফামারী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন