তুমি আমার হয়ে যাও - রুদ্র অয়ন

প্রকাশিত হয়েছে : মে ৩১, ২০২১ | দেখা হয়েছে: ৮৯৪ বার
তুমি আমার হয়ে যাও - রুদ্র অয়ন

পাহাড়  চায়  ঝর্ণার  জল
অরণ্য  চায় বৃষ্টি,
তোমার আমার মাঝে হোক
ভালোবাসার সৃষ্টি। 

মাঠে  সোনালী  ফসল  দেখে
খুশি  হয়  চাষা,
তোমার চোখে আমি যে খুঁজি
প্রেম ভালোবাসা। 

ঘাস চায় শিশির ছোঁয়া
আকাশ খুঁজে নীল,
তুমি আমার হয়েই যাও
হোক দু'জনের মিল।

রুদ্র অয়ন। ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন