মীরা মুখোপাধ্যায়’র কবিতা

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২১, ২০২০ | দেখা হয়েছে: ১০৯৭ বার
মীরা মুখোপাধ্যায়’র কবিতা

খুশি 
দু একটা  ছোট  ছোট  ইচ্ছে  পূরণ  হলেই
কত খুশি  হওয়া যেত আগে
লজেন্সের গন্ধওয়ালা রাবার কিংবা  কুঁচফল
আর একটু বড় হলে লাল নীল  চুড়ি...

আরো বড় হলে ইচ্ছেও বড় হয়ে যায়
যাকে ভালোবাসলাম সে আমাকে  ছেড়ে চলে গেল
ইচ্ছে  ছোট হলে হয়তো  কষ্টও কম হত !
তবু সব কষ্ট  একদিন  ক্ষতচিহ্ন হয়ে
থেকে যায় শুধু

ছোট ইচ্ছেগুলো নিয়ে কেটে যাচ্ছে বিষণ্ণ দিন
শুধু   খুশিটুকু মুছে গেছে বহুকাল হলো 

গান
কেউ কি গান গাইছে !
এতো  রাতে কে গায়...
বড়ো বিষাদছোঁয়া এ গান

আমি ঘুম ভেঙে  শুনছি সেই গান,
জীবনের  প্রতিটি  না পাওয়া, প্রতিটি  দুঃখ
গানের খেয়া বেয়ে ছুঁয়ে দিচ্ছে আমাকে 
কে তুমি গাইছো এ গান, দুখজাগানিয়া.....

মীরা মুখোপাধ্যায় । কালিতলা, নদীয়া


শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন