তোমাকে দেখতে গিয়ে - গোলাম কবির
তোমাকে দেখতে গিয়ে একদিন আমি
একটা প্রবহমান নদী দেখে ফেলি!
তোমাকে দেখতে গিয়ে একদিন আমি
ত্রয়োদশী চাঁদের বন্যায় ভেসে গেছি,
তোমাকে দেখতে গিয়ে একদিন আমি
পাখিদের কূজন শুনে ফেলি!
তোমাকে দেখতে গিয়ে একদিন আমি
মাছরাঙার ঠোঁট জোড়া দেখে ফেলি!
তোমাকে দেখতে গিয়ে একদিন আমি
অজন্তা ইলোরা’র রহস্যময় গুহার
গায়ে আঁকা চিত্র গুলো দেখে ফেলি!
তোমাকে দেখতে গিয়ে একদিন আমি
ভালোবাসার সাগরের ঢেউ গুলো
গুনতে গুনতে খেই হারিয়ে ফেলি!
এভাবেই তোমাকে দেখতে গিয়ে
একটা সময় আমি তোমাকে
ভালোবেসে ফেলি!
তোমাকে দেখতে গিয়ে একটা সময়
আমি আমাকেই হারিয়ে ফেলি!
তোমাকে দেখতে গিয়ে ভালোবেসে
এখন আমি দুঃখের নদী সাঁতরাতে পারি!
তোমাকে দেখতে গিয়ে এখন আমি
অনন্তকাল তোমার অপেক্ষায়
বসে থাকতে পারি!
তোমাকে দেখতে গিয়ে এখন আমি
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে থেকে জীবনের
জয়গান গাইতে পারি!
তোমাকে ভালোবেসে এখন আমি
কতো যে কবিতা লিখে ফেলি!
গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!