শীতের ছবি - প্রিয়রঞ্জন পাল

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ৩১, ২০১৯ | দেখা হয়েছে: ১৩৯৭ বার
শীতের ছবি - প্রিয়রঞ্জন পাল

গ্রীষ্ম গেছে অনেক আগে
বসন্ত বেশ দূরে
শীতে কাহিল কোকিল পাখী
গায় না মোটেই সুরে ।

যেদিকে তাকাই ঝাপসা দেখি 
কুয়াশার মেঘ ঘেরা 
পাতা ঝরা গাছ দাড়িয়ে আছে 
লাগছে তাদের নেড়া ।

টপটপিয়ে রস পড়ছে 
খেজুর গাছে হাড়ি 
বাগান জুড়ে রঙিন ফুলে
লাগছে মজা ভারী ।

রাত বাড়ছে, হিম পড়ছে
আগুনে বেশ মজা 
হচ্ছে  ভাজা পিঠে-পুলি
মন্ডা-মিঠাই-গজা।

শীত এসেছে শীত এসেছে
ভাবনা সবই মিঠে ? 
সবার জোটে শীতের কাপড় ,
পুলি এবং পিঠে?

প্রিয়রঞ্জন পাল
উ:দিনাজপুর, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন