খোরশেদ আলম এর দুটি ছড়া

প্রকাশিত হয়েছে : আগস্ট ২৪, ২০২১ | দেখা হয়েছে: ১০২১ বার
খোরশেদ আলম এর দুটি ছড়া

চাঁদ ওঠেছে ফুল ফুটেছে
চাঁদ ওঠেছে ফুল ফুটেছে
বকুলতলে আয়
সাপের পিঠে ব্যাঙ নাচে
নাঁও ছুটেছে বাঁয়।

গোলাপ-জবা-কদম-কেয়া
হাসনাহেনা বেলি
সকাল-বিকাল সময় পেলে
মনের সুখে খেলি।

পুকুর জলে চাঁদের কিরণ
শাপলা ফুলে হাসি
গাছের পাতা নড়ছে যে কী
পাখির কন্ঠে বাঁশি।

জোছনার ফুল
কাশের বাঁকা চাঁদ
জোছনার ফুল
তেল দিয়ে বাঁধে দাদু
আয়নার চুল।

দুই পাশে দুই বেনি
লালফিতা নাচে
আয় বলে ডাক দিলে
ছুটে আসে কাছে।

মাঝে মাঝে আয়না
খোঁপা করে চুলে-
দাদু এসে আয়নাকে
নেয় কোলে তুলে।

খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন