বদল জীবন - সাফিকুল ইসলাম

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৩, ২০২২ | দেখা হয়েছে: ৬৪৩ বার
বদল জীবন - সাফিকুল ইসলাম

ট্রেনের প্রতিটি কামরা 
এক-একটি স্বপ্নের আস্তাবল। 
বয়ে নিয়ে চলে ঠিকানার ডাকবাক্সে। 
কৃপণতা করেনা। 
যে চোখগুলো ছোট্ট জানলার গর্ত দিয়ে 
বৃহৎ আকাশের আলো মাখে, 
তারা পরিশ্রমী, অলস নয়। 
রোজ খরচের পকেট থেকে 
একটা দুটো ইচ্ছে যারা বিলিয়ে দেয়, 
তারা ভালোবাসে, ভালোবাসাকে। 
অনেকটা সময় কাটে, 
যাত্রাপথ বেশ দীর্ঘ। 
আসলে লম্বা সফরে দু-একটা স্বপ্নকে 
কাছ থেকে না দেখলে, 
বদল জীবনের স্বপ্নকেও 
গল্প মনে হয়। 

সাফিকুল ইসলাম
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন