আঁধার মরীচিকা - সত্যেন্দ্রনাথ পাইন

প্রকাশিত হয়েছে : জুন ২৩, ২০২১ | দেখা হয়েছে: ৮৩৯ বার
আঁধার মরীচিকা - সত্যেন্দ্রনাথ পাইন

ভেবেছিলাম উঠবো বিকশি
শুনবো তোমার মধুর বাঁশি
ভেবেছিলাম দেখবো চোখ খুলি
সুখে দুঃখে হাসি কান্নায়
সকলে করছে কোলাকুলি! 

ভেবেছিলাম সবারে রাখবো মনে
বাঁশির সুরে নিদ্রায় জাগরনে! 

হারিয়ে গেল সেসব শত হাজার স্মৃতি
সজল চোখে অন্তরে হারাই শকতি! 
এখন 
একা একা প্রাণের সাথে বলি কথা
কেউ আসে না পাশে, বোঝেনা ব্যাকুলতা
খেলা শেষে দেখবো কি  শেষে মরীচিকা র হাতে
নবপ্রভাত -আলো মিশেছে ঘণ আঁধারেতে??? 

সত্যেন্দ্রনাথ পাইন। পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন