কপাট – জাহ্নবী জাইমা

প্রকাশিত হয়েছে : এপ্রিল ২৭, ২০২১ | দেখা হয়েছে: ৯২০ বার
কপাট – জাহ্নবী জাইমা

বঘুরে মন ক্ষুধা মেটাতে 
অতিষ্টের শীত ক্ষণ কাটাতে 
সময়ের পসরা ট্রেনের অপেক্ষায় 
হৃদয় ক্ষুধা নিবারণে, চোখ তুলে চায়।

চোখে পড়ে পাহারায় কুকুর উলঙ্গ শিশু 
সমাজপতিদের ছোবলে একদিন যিশু 
বরফ শীতের এক মাত্র প্রহরী চট সম্বল 
ভাগ্য বেসাতি জোটেনি অধিকারের কম্বল।

জননী জনক খুঁজিছে আছে অর্থের দায়ভার 
জীর্ণ শীর্ণ দেহে আজ চোখ পড়া ভার 
তবু দরকষাকষি ব্যস্ত রাস্তার ধারে 
দামী পোশাকে মুখোশে ধারীর কাম ভারে  
কাম শেষে ভুলে যায় দুঃখ ব্যথা 
সন্তানের ক্ষুধা নিবারণেই কথা। 
ঢেকে রাখে অপরাধের জৌলুষ অপরাধী আবরণে! 
শীতকে হারমানায় বৃদ্ধ ভিক্ষুক মৃত্যু জোটেনি 
সমাজের মত বৃদ্ধাশ্রমের ঠিকানা খুঁজেনি। 
ট্রেনের অপেক্ষায় একটি বেওয়ারিশ লাশ সনাক্তকরণে!

ট্রেন এসে আচমকা দাঁড়ায় হৃদয় মন্তব্যে। 
প্লাটফর্মে পা বাড়াই ট্রেনের গন্তব্যে। 
একদিন....
সূর্যালোয়ে আলোকিত হবে তমসা লোপাট    
রোদে ঝলমলে দিন সূর্য খুলবে কপাট।

জাহ্নবী জাইমা 
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন