কখনোকি পাবো তারে - জাহিদ হাসান

প্রকাশিত হয়েছে : নভেম্বর ১, ২০২৩ | দেখা হয়েছে: ১২৯৬ বার
কখনোকি পাবো তারে - জাহিদ হাসান

কদিন আমি ঘুমিয়ে আছি
আপন বিছানায়,
হঠাৎ করে স্বপ্নের মাঝে 
মনটা চলে যায়।

দেখি সেথায় বসে আছি
পড়ার টেবিলে,
হঠাৎ করে কে যেন এসে
মাথাটা দিলো বুলে।

তার দিকে না তাকিয়েই
বললাম তারে আমি,
কবিতা লিখছি কে ওগো তুমি
করোনা দুষ্টামি। 

বললো আমায় চিকন কণ্ঠে 
তাকাবেনা মোর দিকে,
তাকালে কিন্তু পালিয়ে যাবো
তোমাকে একা রেখে।

বললাম তারে কোমল স্বরে
কে ওগো তুমি….
এসেছো কেন একা?
বললো তোমার স্বপ্নের প্রিয়া
করতে এসেছি দেখা।

এ কথা শুনে যেই তাকালাম
ভেঙে গেলো মোর ঘুম,
চারদিকে শুধু অন্ধকার
একেবারে নিঝুম।

তখন বাজে রাত বারোটা
ঘুম আসেনা আর,
একটা চিন্তাই তখন আমার 
কবে দেখা পাবো তার।

যত বই পড়ি যতো কথা শুনি
সবই একই লেখা,
আমি তোমার স্বপ্নের প্রিয়া 
করতে এসেছি দেখা।

মেঘের ডাকেও সেই কথা বাজে
নদীরও কলতানে,
ফুল পাতাতেও সেই কথা লেখা
ভ্রমরেরও গানে গানে।

পাখির গানেও একটাই কথা
গেয়ে যায় সুরে সুরে,
শুনে যাই আর ভাবতে থাকি
কখনোকি পাবো তারে?

জাহিদ হাসান
রংপুর, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন