মা - হরেকৃষ্ণ দে

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৬, ২০২০ | দেখা হয়েছে: ৯০২ বার
 মা - হরেকৃষ্ণ দে

তুমি তো নিউটনের তৃতীয় সূত্রের কথা না জেনেই ভালোবেসে চলেছো,
প্রতি ভালোবাসার লোভ তোমাকে পারে নি নগ্ন করতে৷
তুমি তো জুলের সূত্রের মতো হৃদয়ের তাপ দিয়েছো কষ্টের বর্গের সমানুপাতে,
প্রতি উষ্ণতার হিসেব তোমাকে পারে নি দুঃখ দিতে৷
তুমি তো অ্যাভোগাড্রো প্রকল্পের মতো সকল  সন্তানে সম সংখ্যক স্নেহের অণু দিয়েছো,
প্রতি মাতৃত্বের হিসেব পারে নি তোমার গর্ভের স্বাদ কেড়ে নিতে৷
তুমি তো জীবনের প্রতিলিপি গঠন করে চলেছো
তোমার মহিয়সী বিভাজনে প্রাণ ক্ষতহীন স্পন্দন...
তোমার বুকের অনাক্রম্য উত্তাপ,
কলোস্ট্রাম স্তন্য,
পূর্ণ জীবন পথের অন্ধ ভিখিরির মত সুরেলা কন্ঠ বেঁচে থাকবে আজীবন--
হৃদয় পকেটে কারও খুচরো  থাক বা না থাক৷

হরেকৃষ্ণ দে  ।  বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন