নক্ষত্রভাঙা রাত - অরিন্দম চট্টোপাধ্যায়
অরণ্য জুড়ে স্মৃতিসংসার
স্বপ্নবীজ ভেঙে গিয়ে
কাঁচের মতো ছড়িয়ে যায়
স্বর্ণলতার মতোন জড়ানো ভালবাসা
ময়ূরপালকের মতো মসৃণ
এখন উড়ে যাওয়া মেঘের মতো
যে দৃষ্টিকে অনুসরণ করে
দিগন্ত ছুঁতে চেয়েছিলাম
সে এখন আলোকবর্ষ দূরে
এখন নিজের ভেতর নিজেকে খুঁজি
যেন খনন করে করে
আরও খুঁজতে খুঁজতে
নক্ষত্রভাঙার মতো রাত নেমে আসে
দৃশ্যহীন হয়ে যাই...
অরিন্দম চট্টোপাধ্যায়
বেহালা, কলকাতা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!