নক্ষত্রভাঙা রাত - অরিন্দম চট্টোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : অক্টোবর ১৭, ২০২৪ | দেখা হয়েছে: ৪৪৯ বার
নক্ষত্রভাঙা রাত - অরিন্দম চট্টোপাধ্যায়

রণ্য জুড়ে স্মৃতিসংসার
স্বপ্নবীজ  ভেঙে গিয়ে
কাঁচের মতো ছড়িয়ে যায়

স্বর্ণলতার মতোন জড়ানো ভালবাসা
ময়ূরপালকের মতো মসৃণ
এখন উড়ে যাওয়া মেঘের মতো

যে দৃষ্টিকে অনুসরণ করে
দিগন্ত ছুঁতে চেয়েছিলাম
সে এখন আলোকবর্ষ দূরে

এখন নিজের ভেতর নিজেকে খুঁজি
যেন খনন  করে করে
আরও খুঁজতে খুঁজতে
নক্ষত্রভাঙার মতো রাত নেমে আসে
দৃশ্যহীন হয়ে যাই...

অরিন্দম চট্টোপাধ্যায়
বেহালা, কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন