পূর্ণতার সুখ - দেওয়ান সেলিম চৌধুরী
জীবন জানেনা পিছু হঠা
তাইতো চলিছে সম্মুখ
যেতে যেতে মূহুর্ত লাগি
থমকে দাঁড়ায়, হেরি মৃত্যুর মুখ।
তবুও থামেনা জীবন
নিতে চায় পূর্ণতার সুখ।
থামা হলো জীবনের একমাত্র মানা,
তাইতো অদৃশ্য পানে মেলিছে পূর্ণতার ডানা।
মৃত্যুর ভিতর দিয়ে করিয়া প্রবেশ
জীবন ধারন করে মৃত্যুঞ্জয়ী বেশ।
যে প্রানের মান আছে,
স্থান আছে, আছে সম্মান,
যেখানে একাত্ব হয়ে মিশে আছে
স্বয়ং ভগবান।
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!