নিত্য রঞ্জন মণ্ডলের কবিতা

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২১, ২০২০ | দেখা হয়েছে: ৯৮৫ বার
নিত্য রঞ্জন মণ্ডলের কবিতা

সব ভুল

বসন্ত এসেছে
শীতের অভিলাষী শিশিরের জলে
ভিজে গেছে জীবনের ফুল
সব গুলো; জেগে আছি
আমি একা, আমার কাছে
আমি একা।
যত ছিল ভুল চলে গেছে
আপনারে নিয়ে গেছে,
জোসনার আলো খেলা করে
মনের গভীরে আঁকা আছে
সে তো সব ভুল।

প্রেমিকের চিঠি

ভেঙে ফেলেছি
সব কিছু হারিয়ে
প্রেমিকের চিঠি লিখে
দ্বিধায় মরেছি;
জীবনের আশালতা চলে গেছে।
যে নদী একার মত ছিলো
স্রোতের মাঝে হারিয়ে গেছে
অজানার গভীরে;
সুতনুর নিবিরে একাএকা
বড় একা কাঁদিলাম বসে।

নিত্য রঞ্জন মণ্ডল
সুন্দরবন, পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন