বেদনার চিত্র - তানিয়া আক্তার

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ১, ২০২৩ | দেখা হয়েছে: ৫৪৩ বার
বেদনার চিত্র - তানিয়া আক্তার

মি দুঃসহ বেদনা
বেদনার চিত্ত,
বেদনাকে সহে সহে
চিত্ত করি পবিত্র।
আমি নিঃস্ব,আমি হাহাকার
একাকীত্ব,শূন্যতা সব
আমার শুধু আমার।
আমি বৈরী হাওয়া মহাপ্রলয়
ধ্বংস যজ্ঞে করি জীবন বিপন্ন
নেই কোন সংশয়।
আমি আতঙ্ক,আমি বিনাশকারী
সুখের ঘরবাড়ি
ভেঙে চূর্ণ-বিচূর্ণ করি।
আমি তুচ্ছ,আমি নগ্ন,আমি নিম্ন
হতাশার ব্যঞ্জনায়,
বিষবৃক্ষের দেই জন্ম।
আমি অদ্ভুত,আমি ভয়ংকর
আমি কালনিশি,
আধারে আধারিত অবনী
আলোর পদতলে পিসি।

তানিয়া আক্তার। বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন