নিকোটিন - টুম্পা দে দাস

প্রকাশিত হয়েছে : নভেম্বর ২, ২০২৩ | দেখা হয়েছে: ৪৯০ বার
নিকোটিন - টুম্পা দে দাস

হৃদমন্দির যদি দেবহীনই থাকবে পড়ে -
তবে কেন জ্বেলেছিলে প্রেম দীপ?

সাজিয়েছিলে কেন হলুদ গোলাপে পুষ্পপত্র?
দিয়েছিল কেন গানের অর্ঘ্য!
পাঠিয়েছিলে কেন সকালে মিঠে রোদের চিঠি?

ঘন তিমিরে বেশ তো ছিলাম একাকী!
হঠাৎ কেনই বা উদয় হলে সূর্য হয়ে?

শূণ্যতাই যদি ছিল আমার শেষ উপহার,
তবে কেন দিয়েছিলে খনিকের পূর্ণতা?

ব্লটিং পেপার হয়ে কেন শুষেছিলে আমার চোখের জল?
     শেষে যদি নিকোটিন- ই হবার ছিলো!

 টুম্পা দে দাস
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন