রাজা ও প্রজা - দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৩০, ২০২০ | দেখা হয়েছে: ২৩০৯ বার
রাজা ও প্রজা - দেওয়ান সেলিম চৌধুরী

রাজার সামনে হাত জোড় করে
দাঁড়াইছে প্রজা কুল 
মস্তক চির নত, আরো অবনত
পাছে না হয় ভুল।
রাজা আসিয়া ছাড়িল হুঙ্কার
সব অনর্থের মূল
খাজনা অনেক বাকী রহিয়াছে
চড়িতে হইবে শূল।
প্রজা ভাবে মনে মনে
কতদিন, কতরাত, কাটিয়েছি অনাহারে
রাজাতো জানে, কত অনটনে
কাটিছে প্রজার দিন।
তারপরও কেন প্রশ্ন করে
শুধিতে হবে ঋণ?
কেন খাজনা খাজনা করিয়া বাজনা
বাজিছে রাজ্য ময়
মৃত্যু শংকায় দাঁড়িয়ে প্রজা
মনে মনে শুধু কয়
রাজার কাছে খাজনা বড়, প্রজার কস্ট নয়।
খাজনার লাগি, যদিবা মরিতে হয়
চিরতরে মুক্তি মিলিবে কেটে যাবে যত ভয়।।
হঠাৎ মনে প্রশ্ন এলো, যদি এমন হয়
রাজার চেয়েও আরো বড় রাজা
অন্য কোথাও রয়।
খাজনা আদায় করিনি বলে
দেখাবে শাস্তির ভয়।।
প্রজা ভাবে মনে মনে
কোন পাপে বানিয়ে রাজা
বসাইনু সিংহাসনে।
এখন দেখি হারিয়ে ফেলেছি
জীবনের সব মানে।।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন