মিথ্যে অহংকার - দেওয়ান সেলিম চৌধুরী
(সোহাগের করুণ মৃত্যুর প্রতিবাদে)
যতটুকু হিংস্রতা দাওনি তুমি
হিংস্র প্রাণীর মাঝে
মানুষকে দিয়েছ তার চেয়ে বেশী
মনুষত্বের সাজে।
পাথরের আঘাতে ভাঙিলো যারা
পাঁজরের যত হাড়
তোমার সৃষ্টির শ্রেষ্ঠ বলে, আজো কি তুমি
করিছ লালন মিথ্যে অহংকার?
দূরের আরশ থেকে, সবটুকু দেখে
তুমিও নীরব নির্বিকার।
তোমার মনেও কি জাগেনি প্রশ্ন
শুধু একটি বার
কোন ভুলে কার হাতে দিয়েছিনু তুলে
মানুষের ভার?
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!