দুই হাজার বিশ - আহমদ সারওয়ার

প্রকাশিত হয়েছে : মার্চ ২৪, ২০২০ | দেখা হয়েছে: ১৪১২ বার
দুই হাজার বিশ - আহমদ সারওয়ার

জীবনে অনেক মিছিল দেখেছি, 
যাই নি সাহস করে কিংবা ইচ্ছে করে। 
কিন্তু এই মৃত্যুর মিছিল যদি শুরু হয়, 
আমাকে শরিক হতে হবে না, মিছিলই হয়তো আমাকে শরিক করে নেবে। 

সাধু সাবধান, তুমিও বাদ যাবে না
সময়ের দ্বারপ্রান্তে দাড়িয়ে
দিকভ্রান্ত চারিদিক, 
মনগড়া বিশ্লেষণের নেই প্রয়োজন,
নিভৃতে অমোঘ যে প্রপঞ্চ, তাকে অনুভব করো কি?

আজ দিন-রাত এক হয়ে মিশে গেছে
বিচার করো নিজেই নিজেকে
কতোটুকুইবা ক্ষমতাধর তুমি
নির্বোধ! অর্বাচীন!

প্রকম্পিত বিশ্ব চরাচর 
অসহায় চিত্ত 
তবুও কি আমরা স্রষ্টার ভয়ে
হবো না ভীত। 

আহমদ সারওয়ার ঢাকা। বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন