ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লাবণ্য কান্তার কবিতা

প্রকাশিত হয়েছে : নভেম্বর ২৭, ২০২১ | দেখা হয়েছে: ১৩০৩ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে  লাবণ্য কান্তার কবিতা

নবীনা সন্যাসী

র্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়
হেঁটে হেঁটে পৌঁছে গেছে শতবর্ষে, 
কে বলে সে আজ হয়েছে সন্যাসী বর্ষীয়ান? 
সেজেছে সে এমন যেন নবীনা সন্যাসী। 

লাল-নীল-হলুদ আলোকমালায় জ্বলজ্বল-
উজ্জ্বল, ঝলমল-চঞ্চল।
নিশিদিন চলছে সাজসজ্জা,  
নতুন মেয়ের কত অভিলাষী অভিমানী ইচ্ছায়।

দিন যায় রাত আসে পথের আলোক হাসে
দাঁড়ায়ে থাকি তাই আমিও বিবশভাবে
ঝিলিমিলি সন্ধ্যায় এমন হেমন্তবায়
এসেছে তার শতবর্ষের সোনালী জন্মোৎসব। 

বিহ্বল মন তার কত কথা জাগে প্রাণে 
কত কি  দেখেছে সে, কতকিছু সয়েছে;
তারই কিছু কথা তার লেখা আছে অন্তরে।
না হোক অন্তরে নাহোক বাইরে
তার কথা লিখেছে সে সবুজ পাতাতে।

কত তার স্মৃতিকথা কত যে বিরহব্যথা 
কত প্রাণ ক্ষয়ে গেছে তারই ধুলিকণাতে। 
কত গান, কত প্রাণ, কত কবির কবিতা
রচেছে সে তার রঙের তুলিতে।
কত পাখি গেয়েছে তার গৌ্রবগাথা,
কত ফুল রাশি রাশি  এখনো সুরভি ঢালে।

কত পথ হেঁটে গেছে কত দিনরাতে সে যে
কত তার সন্তান মরে গেছে এইখানে।
কত  তার উত্থান কত যে পতন, পুনর্জাগরণ! 
তাদের শোকার্ত -আহত -জীবন্মৃত পদাবলীতে
অবশেষে এসেছে সে আজ শতবর্ষী নবীনা সন্যাসীরুপে।

লাবণ্য কান্তা। ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন