আমার বাংলাদেশ - পার্থ সারথী চ‍ৌধুরী

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১৬, ২০২১ | দেখা হয়েছে: ৯০৫ বার
আমার বাংলাদেশ - পার্থ সারথী চ‍ৌধুরী

তোমাকে দেখার আগে গোলাপ দেখিনি
তোমাকে দেখার আগে শেফালী বুঝিনি 
তোমাকে দেখার আগে জবা চিনিনি।
তোমাকে দেখার আগে রূপ জানিনি 
তোমাকে দেখার আগে গন্ধ বুঝিনি 
তোমাকে দেখার আগে রঙ চিনিনি।
তোমাকে দেখার পরে গোলাপ দেখেছি 
তোমাকে দেখার পরে আমি 
শরতে শেফালী আর বসন্তে নাগেশ্বর চিনেছি 
তোমাকে দেখার পরে জবার উদ্ভাসিত হাসি বুঝেছি।
তোমাকে দেখার পরেই আমি 
বৈশাখী তমালছায়ার পরশ পেয়েছি
তোমাকে জানার পরেই কেবল 
সাঁঝ ও প্রত‍্যুষের লাল বুঝেছি।
তোমাকেই তো দেখেছি স্বদেশ 
আমার বাংলাদেশ।

পার্থ সারথী চ‍ৌধুরী। সিলেট

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন