মুহূর্তে শতাব্দী - শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)

প্রকাশিত হয়েছে : জুন ৩০, ২০২১ | দেখা হয়েছে: ১০৫৪ বার
মুহূর্তে শতাব্দী - শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)

তুমি আমার আলো ছায়া, 
স্বপ্নে গড়া সুখের আশা। 
প্রতি মুহূর্তে শতাব্দী গড়া,
প্রিয় বন্ধু ভালবাসা।  

তোমার সুরভি ছড়ান পথে,  
আছ তুমি আলো ছায়ার মাঝে।  
নিঃশ্চুপে চলি তোমার সাথে,
ঘুমিয়ে পড়ি তোমার কাঁধে ।

তুমি ছাড়া বুঝত কে আমায়?
গাইতাম গান কার জন্য আর?  
থাকতাম কার চোখে চেয়ে?
বুঝে যাও তুমি সব কথা, 
কোন কথা না বলে । 

আমার পৃথিবী গড়া তোমায় নিয়ে,
আমার স্বপ্ন দেখা তোমাকে ঘিরে। 
তোমার আলো আঁধারে হারাই আমি, 
খুঁজে ফিরি সন্ধা তাঁরার খোঁজে।    

প্রতিটি মুহূর্তে শতাব্দী গড়া,
আমার প্রিয় বন্ধু ভালবাসা। 
তুমি আমার আলো ছায়া, 
স্বপ্নে গড়া সুখের আশা। 

শাহ্‌ বাহাউদ্দীন (শিশির)
অটোয়া, কানাডা 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন