যাকে হারায়ে খুঁজি - দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : আগস্ট ৬, ২০২৩ | দেখা হয়েছে: ১২৫৮ বার
যাকে হারায়ে খুঁজি - দেওয়ান সেলিম চৌধুরী

মায়ের আদর দু’হাতে ঠেলেছি
মূল্য বুঝিনি তার
এখন বুঝেছি ভিখারি বেশে
শেষ খেয়া করে পার।
ছোট বেলায় মাকে বুঝিনি, ছিল অনুভূতির অভাব
বড় হয়ে দেখি, নিঃস্বার্থ ভালোবাসাই মায়ের একান্ত স্বভাব।
মাতৃত্ব পড়ালো যাকে, ভালোবাসার কঠিন শিকল
এহেন শক্তি নাই, করিবে বিকল।
নিজের আয়ু ঢেলে দেয়া, সন্তানের আরোগ্য লোভে
মা ছাড়া এমন কর্ম, কে করেছে কবে?
যতবার আমি দিয়েছি পাড়ি, বিদেশ বাড়ী
মা আমার করিতো বিলাপ, কত পরিতাপ
অহেতুক গলা ছাড়ি।
থেমে থেমে আমি করেছি শাষণ, শুনেনি বারণ,
শুনায়েছি, ফিরে আসার কত মিথ্যে প্রলোভন
তাতেও হয়নি শান্ত অবুঝ মায়ের মন
একটা মায়ের লাগি সন্তান কতবড় ধন।
মায়ের মুখের শেষ কথা, আজো বাজে মোর কানে
“হে বিধাতা এ তোমার কেমন আচরণ, কে জানে”?

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন