আজ তোমায় দিলাম ছুটি - মৈত্রেয়ী সিংহরায়
নন্দিনী আজ তোমায় দিলাম ছুটি
কোকিল ডাকা ভোরে না উঠে
একটু ঘুমোও নারী
ভুলে যাও সংসারের যত খুঁটিনাটি।
খোঁপাটা ভালো করে বেঁধে
পলাশ ফুল গুঁজে দাও
তোমার কালো হরিণ চোখে
কাজলটা ভরে নাও।
আর সেই আয়নার এককোণে অযত্নে পড়ে থাকা বড়ো লাল টিপটা
থাকে যেন কপালের মাঝখানে
লাজুক হাসিটাও চাই নন্দিনী।
আর সংসারের চাপে ভুলে যাওয়া
সেই প্রিয় রবীন্দ্রসঙ্গীতটা
'রাঙিয়ে দিয়ে যাও গো এবার'
গাইতে গাইতে একবার নিজেকে
রাঙিয়ে নাও, একবার নাও নন্দিনী।
তাকিয়ে দেখো আকাশ বাতাস নীল সমুদ্র
সবাই চিৎকার করে বলছে
'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত'
ভোরের মুকুলের সুগন্ধে
আমোদিত আদিগন্ত।
তোমার সাজে রঙিন হবে নীলদিগন্ত
শিমুল পলাশ পলাশ রঙে।
ঘাসগুলো হবে আরও সবুজ
কৃষ্ণচূড়া লালে লাল।
যক্ষপুরে অন্ধকার চিরে আচমকা
আলোর ঝলকানি তুমি জগৎনন্দিনী।
কোকিলের কুহু কুহু স্বরে
শুনবে বড্ড ভালোবাসি।
আজকের এইদিনটায় তুমি
ভীষণ ভাবে বেঁচে থাকো।
কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়ে
সারাজীবনের গল্পটা নাও সেরে।
সূর্যের আলো মেখে, চাঁদের আলোয় হেসে
তারার মাঝে নিজেকে খুঁজে নাও কৃষ্ণকলি, আজ তোমায় দিলাম ছুটি।
শুভ আন্তর্জাতিক নারীদিবস।
মৈত্রেয়ী সিংহরায় । মেমোরি, বর্ধমান
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!