টোকাই এর ছড়া -বজলুস শহীদ

প্রকাশিত হয়েছে : অক্টোবর ১৪, ২০১৯ | দেখা হয়েছে: ১৩১৭ বার
টোকাই এর ছড়া -বজলুস শহীদ

লতো দেখি এই দেশেতে 
কারা নব্য রাজাকার? 
কোরাসঃ যে বেটারা চাটুকার! 

বলতো দেখি এই দেশেতে  
কারা নব্য রাজাকার? 
কোরাসঃ যে বেটারা বাটপার ।

বলতো দেখি এই দেশেতে
কারা নব্য রাজাকার? 
কোরাসঃ করছে যারা দুরাচার।

বলতো দেখি এই দেশেতে 
কারা নব্য রাজাকার?  
কোরাসঃ করছে যারা মিথ্যাচার। 

বলতো দেখি এই দেশেতে 
কারা নব্য রাজাকার? 
কোরাসঃ করছে যারা বলৎকার! 

বলতো দেখি এই দেশেতে কারা নব্য  রাজাকার? 
কোরাসঃ এজেন্ট যারা দেশ বেচার!

বলতো দেখি এই দেশেতে কারা নব্য  রাজাকার? 
কোরাসঃ যারা মিথ্যা বলে চমৎকার! 

বলতো দেখি এই দেশেতে কারা নব্য  রাজাকার? 
কোরাসঃ যারা জাতিকে দেয় মিথ্যা ধোঁকা 
কাড়ে তাদের অধিকার। 

বলতো দেখি এই দেশেতে কারা নব্য  রাজাকার?
কোরাসঃ স্বাধীনতার স্ব কথাটি করছে যারা পগার পার৷ 
তারাই নব্য রাজাকার।

বজলুস শহীদ । অটোয়া

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন