টোকাই এর ছড়া -বজলুস শহীদ
বলতো দেখি এই দেশেতে
কারা নব্য রাজাকার?
কোরাসঃ যে বেটারা চাটুকার!
বলতো দেখি এই দেশেতে
কারা নব্য রাজাকার?
কোরাসঃ যে বেটারা বাটপার ।
বলতো দেখি এই দেশেতে
কারা নব্য রাজাকার?
কোরাসঃ করছে যারা দুরাচার।
বলতো দেখি এই দেশেতে
কারা নব্য রাজাকার?
কোরাসঃ করছে যারা মিথ্যাচার।
বলতো দেখি এই দেশেতে
কারা নব্য রাজাকার?
কোরাসঃ করছে যারা বলৎকার!
বলতো দেখি এই দেশেতে কারা নব্য রাজাকার?
কোরাসঃ এজেন্ট যারা দেশ বেচার!
বলতো দেখি এই দেশেতে কারা নব্য রাজাকার?
কোরাসঃ যারা মিথ্যা বলে চমৎকার!
বলতো দেখি এই দেশেতে কারা নব্য রাজাকার?
কোরাসঃ যারা জাতিকে দেয় মিথ্যা ধোঁকা
কাড়ে তাদের অধিকার।
বলতো দেখি এই দেশেতে কারা নব্য রাজাকার?
কোরাসঃ স্বাধীনতার স্ব কথাটি করছে যারা পগার পার৷
তারাই নব্য রাজাকার।
বজলুস শহীদ । অটোয়া
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!