এইতো আমার বাংলাদেশ - শ্যামল বণিক অঞ্জন

প্রকাশিত হয়েছে : এপ্রিল ২৬, ২০২০ | দেখা হয়েছে: ৯৭১ বার
এইতো আমার বাংলাদেশ - শ্যামল বণিক অঞ্জন

স্য সবজী মাছের দেশ
ফলজ বনজ গাছের দেশ,
সোনালী আঁশ পাটের দেশ,
নদীনালা ঘাটের দেশ,
সাগর পাহাড় মাঠের দেশ।
আম কাঁঠাল জাম কুলের দেশ
শিউলী শাপলা ফুলের দেশ,
ময়না দোয়েল ডাকা দেশ
চিত্রপটে আঁকা দেশ।
জয়নূল সুলতানের দেশ
লালন হাছন প্রাণের দেশ,
বাউল সাধক কবির দেশ,
চাঁদ তারা ও রবির দেশ।
কৃষক শ্রমিক জেলের দেশ
বীর দামাল ছেলের দেশ,
স্নেহ মায়া প্রীতির দেশ
সৌহার্দ্য সম্প্রীতির দেশ।
প্রকৃত রুপ ঘেরা দেশ
ষড়ঋতুর সেরা দেশ,
এইতো আমার বাংলাদেশ।

শ্যামল বণিক অঞ্জন। ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন