বর্ষা যখন - নূরুন্‌ নাহার

প্রকাশিত হয়েছে : জুলাই ১৫, ২০১৭ | দেখা হয়েছে: ২৯৪৯ বার
বর্ষা যখন - নূরুন্‌ নাহার

 

(উৎসর্গঃ বর্ষাস্নাত বাংলাদেশকে)

র্ষা যখন-
ঝরঝরিয়ে ঝরে সবুজ বনে,
মাকে তখন শুধুই পড়ে মনে।

বর্ষা যখন-
বছর ঘুরে আসে আমার গাঁয়ে,
ময়ূর তখন পাখা মেলে
নাচে নূপুর পায়ে।

বর্ষা যখন-
ঘনঘোরে আকাশ মেঘে ঢাকে,
বুকের মাঝে মনটা তখন
উদাস হয়ে থাকে।

বর্ষা যখন-
ফুটে ওঠে কদম-কেয়া ফুলে,
আমার তখন খুব আনন্দে
মন যে ওঠে দুলে।।

বাংলাদেশ
১লা আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ



শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন