ফেরা - মহিবুল ইসলাম মহিন

প্রকাশিত হয়েছে : আগস্ট ২৫, ২০২২ | দেখা হয়েছে: ৭৩৫ বার
ফেরা - মহিবুল ইসলাম মহিন

গত সংসারে সুমিষ্ট কান্নার ধ্বনিতে আগমন
এ কান্না সবার মাঝে আনে আনন্দের বাহন।
একুল ওকুল বেড়ে ওঠা নিরন্তন,
শৈশব কৈশোর শেষে যৌবনে পদার্পন।
দায়িত্ব যেন চেপে বসে যৌবনের ঐ দীপ্তক্ষণে,
এদিক ওদিক না তাকিয়ে ছুটে দিকবিদীক পানে।
এরই মাঝে হারিয়ে যায় যৌবনের ঐ উদ্দৌম,
হঠাৎই মনের অজান্তেই কড়া নাড়ে,
জীবন খাতার হিসাব নিকাশের ক্ষণে,
গোধূলি লগ্নে কোথায় যেন ফেরা!
গোধূলি লগ্নে ফেরার তাড়নায় বুঝে উঠে না মন,
এমনি ক্ষণে মনের অজান্তেই খুজে ফেরে,
ফেরার পথের নিঃকন্ঠক সম্বল।
এ এক এমনই সম্বল,
নিজের হিসেব খাতায় নিজেই নিঃসম্বল।
ফেরার পথে শুধুই দীর্ঘশ্বাস,
হায়! সে বেলায় পাবো কী সুখের আবাস।
এ ফেরা হয় যেন সেই ফেরা,
যে ফেরায় শূন্যহস্তেও পাওয়া যাবে,
কোথায় হতে যেন পাওয়া আত্মতৃপ্তির আশ্বাস।

মহিবুল ইসলাম মহিন। দিনাজপুর 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন