মাঝরাতের হায়েনা - নূরে আলম সিদ্দিকী নূর

প্রকাশিত হয়েছে : জুন ১৫, ২০২০ | দেখা হয়েছে: ১০৯২ বার
মাঝরাতের হায়েনা - নূরে আলম সিদ্দিকী নূর

নিকষকালো অন্ধকার সরু গলি
কানে ভাসে কাঠপোকার ভূতুড়ে সুর
অদূরে তীরবেগে জ্বলজ্বলে চোখ
মাঝরাতে নিথর দেহে হায়েনার থাবা!

অগণিত হাত খেলা করে খোলাবুকে
তীক্ষ্ণ দাঁতের আঁচড়ে হার মানে-
পিকাসোর হাতের রঙিন রঙতুলি!

মরা মাংশপিণ্ডতে মানুষেরই দাঁত
চোখেমুখে ভেসে ওঠে তৃপ্তির ঢেকুর
দূরে বসে লজ্জা পায় পথের কুকুর।

শক্তিহীন দেহে চলে বাঁচার আকুতি
সবাই শোনে তবুও শোনেনা কেউ
শুনেও পাশকাটে আযানের শ্রমিক।

রাজপথ কেঁপে তোলে বজ্রকণ্ঠ
সামাল দিতে বেসামাল কামলার দল
টিভির পর্দায় ধরা পড়ে নির্বাক মজনু!

নূরে আলম সিদ্দিকী নূর। দিনাজপুর

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন