ফিরে না গেলে - শীতল চট্টোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : অক্টোবর ২, ২০২৩ | দেখা হয়েছে: ৬৬৩ বার
ফিরে না গেলে - শীতল চট্টোপাধ্যায়

মাদের জন্য
শিশির ভেজায় শরৎ আসে আজও,
আমাদের জন্য সপ্তমীর চাঁদ লেখে
জ্যোৎস্না কাব্য আজও ,
আমাদের জন্য
এ গ্রাম-ও গ্রামে দুর্গা আসে আজও,
আমাদের জন্য
জোনাকিরা পথে-পথে আলো হয় আজও ৷
নবমী চাঁদের মন ভারীতে
আগের মতোই আজও আমরা
মিশিয়ে দেবো আমাদের মনকেমন৷
আমাদের ছেড়ে ডুবতে না চাওয়ার চাঁদ জেগে আছে এখনও ,
আমরা ফিরে না গেলে
ফিরবেনা চাঁদও ৷

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন