মায়ার জালে - শুভ জিত দত্ত

প্রকাশিত হয়েছে : নভেম্বর ১৪, ২০২১ | দেখা হয়েছে: ৮২৯ বার
মায়ার জালে - শুভ জিত দত্ত

কোন এক কুয়াশা ভেজা
শীতের সকালে
শিশির ভেজা মাঠে তোমাকে
হাটতে দেখে
নিজেকে হারিয়ে ফেলেছিলাম

কি অপূর্ব রূপ যেন তার
চোখ ঝলসে যায়
তাই বার বার বাঁধা পরি
তোমার মায়ার জালে
অচেনা তুমি ছিলে মায়াবী

মন কেরে নাও কি আছে
অপূর্ব ক্ষমতা তোমার
জানো সেদিনের পর থেকে
ঘুমটুা চলে গেছে

যেদিন দেখেছি তোমায়।।

শুভ জিত দত্ত
ঝিনাইদাহ,বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন