যাত্রী - মহম্মদ সফিকুল ইসলাম

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ২৩, ২০২৪ | দেখা হয়েছে: ৪৩৯ বার
যাত্রী - মহম্মদ সফিকুল ইসলাম

তল সমুদে ভাঙা নৌকার অভিযাত্রী আমি
স্থায়িত্বের ঠিকানাবিহীন
ভেসে আছি শূন্যতলে
এখনো চিনতে পারিনে নিজেকে নিজেই।

সংখ্যার ইস্তেহার ভরা
একখণ্ড ছেঁড়া মেঘ মাঝ দরিয়ায়
হঠাৎ নৌকার পাল হয়ে গেল;
কোন দাঁড় নেই
মাস্তুল নেই,
দুর্দাম ঘূর্ণাবর্তে বেসামাল তরীতে একা;
ডাহুক আর মৃত নক্ষত্রের দল ডাকছে, আয়!

বুক ফুঁড়ে বেরিয়ে আসছে শ্বাস
বাতাসে শুনতে পেলাম গন্তব‍্যের ঠিকানা 
ঝড়ের মাথায় চেপে বৃষ্টি ঝেঁপে আসতেই 
আমার অলিন্দ নিলয়ে তখন তুমুল যুদ্ধের পদধ্বনি।
এখন আমার ঘুমানোর সময় নেই
দুহাতে শক্ত করে ধরা হাল
দাঁতে দাঁত চেপে আছি কিনারার খোঁজে
ক্রমশ মেঘ সরে গেল;
আর আমনি মেঘ-সূর্যের অস্পষ্ট আলোয়
দেখতে পেলাম ব‍্যস্ত পোতাশ্রয়।

মহম্মদ সফিকুল ইসলাম 
উত্তর চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন