প্রকৃতির রোষানল - তপন কুমার বৈরাগ্য

প্রকাশিত হয়েছে : মে ২৫, ২০২৪ | দেখা হয়েছে: ৪৬৩ বার
প্রকৃতির রোষানল - তপন কুমার বৈরাগ্য

তীক্ষ্ণ খরা চলছে এখন
ঝরছে দেহের নোনতা ঘাম,
আকাশে নেই একফোটা মেঘ
সব জিনিসের বাড়ছে দাম।

উষ্ণতার আজ পারদ চড়ে
কাঁদছে দেখি নদীর বাঁক,
যাচ্ছে বদলে এই পৃথিবী
গাছেতে নেই পাখির ঝাঁক ।

পাতালেতে জল কমে যায়
পুড়ে সকল হচ্ছে ছাই,
বৃক্ষশাখা জীর্ণ এখন
কালবোশেখীর দেখা নাই।

মরুভূমির দাবদাহে
শান্তিতে নেই রাতে ঘুম,
ঝড়েরা আজ অন্য দেশে
আম কুড়াবার নেই তো ধুম।

প্রকৃতির এই রোষানলের
জন্য দায়ী আমরা ভাই,
কাটছি রে গাছ বুজাই জলা
তপ্ত তাপে ভুবন তাই।

তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর, নাদনঘাট
পূর্ববর্ধমান, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন