রঙিন দিন - শুভ জিত দত্ত

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ২৬, ২০২৪ | দেখা হয়েছে: ৪৯২ বার
রঙিন দিন - শুভ জিত দত্ত

সুখের খেলায় আজ মেতে উঠি এক পসরা
বৃষ্টির আগমনে
যেদিন থেকে এক অভাগা কে আপন করেছিলে
নিজের খেয়ালে 
সেদিন থেকে রচিত হয়েছে আমার কষ্টের 
অধ্যায়ের সমাপ্তি 
এবার হতাশা গুলোর সময় এসেছে একে একে
বিদায় নেওয়ার 
আমার প্রত্যেকটা দিন এখন যেন বসন্তের মতো 
রঙিন হয়ে ওঠে
কষ্টের সাক্ষাৎ পাওয়া এখন যেন নেহাত দুঃসাধ্য 
ব্যাপার বটে
উড়ন্ত পাখিদের দলের আমিও এখন এক দুরন্ত 
কান্ডারী হয়েছি
গাংচিলের সাথে আমি নিত্য মেতে উঠি 
উত্তাল যৌবনে
আমি আজ তাই নেহাত বাঁধনহারা নতুন
মানুষের আগমনে
আমি নিত্য নতুন পসরা সাজিয়ে অপেক্ষারত
বরণ এর প্রস্তুতি 
নিজেকে তাই বিলীন হতে দেখি এখন কেবল 
তোমার মাঝে
হঠাৎ হঠাৎ হারিয়ে ফেলি অচেনা পথ ধরে 
এমন বেহাল দশা
আজগুবি নিত্যনতুন ঘটনা হঠাৎ ঘটছে 
আমার সাথে
খুব তাই উপভোগ করছি এমন রং মাখা
দিন গুলো।।

শুভ জিত দত্ত 
ঝিনাইদহ, বাংলাদেশ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন