আমাদের অঞ্জলি - মোহাম্মদ ইল্ইয়াছ

প্রকাশিত হয়েছে : জুন ২৫, ২০২২ | দেখা হয়েছে: ৬৭৯ বার
আমাদের অঞ্জলি - মোহাম্মদ ইল্ইয়াছ

মানস সরোবরের উৎস তোমার বরফ টিলার হিমালয়ে
কোন কালে কোন যুগে পার্বতী কন্যার গঙ্গার জন্ম হয়েছিলো
তার কুলজি জানা হয়নি। সেই হিমালয়ের দুরন্ত মেয়ে 
হিমবাহের স্রোতে ঘোমটা  খুলে বইছো ভারত-বাংলার মাটিতে।

তুমি সেই পদ্মা, আমাদের মর্ত্যভূমির সজীব পলল জননী 
শ্রাবণ-ভাদ্রের প্রবল স্রোতে সন্তানকে দিয়েছো রজনী।
কূল ভেঙেছো, ঘর ভেঙেছো, কখনো বসেছো বালুচরে
আমরা কেঁদেছি, আঁকড়ে থেকেছি  প্রবাহের স্রোতে পাশে।

তোমাকে ওরা বেঁধেছিলো সেই ১৯৬১ সালের গোড়ায় 
তবুও তুমি  ক্ষীণ দেহে আমাদের সঙ্গে ঘর বেঁধেছো
আমরা তোমাকে আগের মতো ভালোবাসবো মায়ের মতো
তোমার স্বচ্ছ জলে আমাদের জীবন কেটেছে হাজার বছর। 

আজ তোমারই নামে তোমারই বুকে পাকা  পারাপার
আমাদের অঞ্জলি গ্রহণ করো হে জননী, হিমার কন্যা
যমুনা ও মেঘনার জলে ফিরে আসুক প্রমত্তা যৌবনে ঢেউ 
আমরা এখন হররোজ সন্দর্শন করবো তোমার বুকে দাঁড়িয়ে। 

মোহাম্মদ ইল্ইয়াছ। বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন