শহরটি - সিদ্দিকা ফেরদৌস তরু

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১৮, ২০২২ | দেখা হয়েছে: ৬৪৬ বার
শহরটি - সিদ্দিকা ফেরদৌস তরু

নাকীর্ন শহরটি আর আমায়
করে নাতো আকৃষ্ট।
গিজগিজ করছে মানুষ আর মানুষে,
খুঁজে ফিরি শান্তির আবাসে।
প্রতিটি সিগন্যালে সুতায় গাঁথা
যানবাহনের মালা,
ওভারটেকের উপায় নেই কো
শুধুই অপেক্ষার পালা।
উপরে নেই নীল আকাশ,শুধু অট্রালিকা,
শ্বাস নিতে পারিনা বন্ধ নাসিকা।
সবুজের নেই আর আনাগোনা
ইট পাথরে গাঁথা,
এই শহরে টিকে নাকো মন
শুধুই ধরে মাথা।
তবুও কেন জানি শহরটি
শুধুই কাছে টানে,
হয়তো বা হৃদয়ের টানে
নয়তো বা প্রয়োজনে।।

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন