তোমাকে বলছি - বিশ্বজিৎ কর

প্রকাশিত হয়েছে : আগস্ট ৩, ২০২৩ | দেখা হয়েছে: ৫৬২ বার
তোমাকে বলছি - বিশ্বজিৎ কর

জ যখন আমার ঘুম বিদ্রোহের সাজে,
তোমার ঘুম তখন কত পরিপাটি,কত নিশ্চিন্ত!
আকাশের তারার মতো একটু ইতিউতিও নয়....
আমি তাই মেঘবালিকার পরশ নিচ্ছি,
আবেগে-ভালবাসায়!

আজ যখন দেখা না পাওয়ার বেদনাগুলো কাঁদছে,
তখন তোমার বেদনা নাটুকেপনার ছবি আঁকছে!
তোমার কষ্ট হচ্ছে না না-দেখা কবিতার জন্য?
আমি মেঘবালিকার পরশ নিচ্ছি,
তোমার গন্ধমাখানো কবিতা আঁকড়ে!

বিশ্বজিৎ কর
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন