রেখোনা দূরে - দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : মার্চ ১৩, ২০২১ | দেখা হয়েছে: ১৫৬২ বার
রেখোনা দূরে - দেওয়ান সেলিম চৌধুরী

তুমি কি চিনিবে মোরে যদি আসি একা 
ম্লান মুখে, নত শিরে, হয় যদি প্রথম দেখা? 
আসিব না দলবেঁধে, উচ্চস্বরে কোলাহল করে 
নিভৃতে আসিব একাকী অঞ্জলি ভরে 
যতটুকু শ্রদ্ধামোর, গড়ে ছিনু তিলে তিলে, 
সবটুকু তার দেব উপহার তোমার চরণ তলে। 
যতটুকু পেয়েছি তব পরিচয়, সেতো মোর গৌরব, 
একা একা খুঁজে নেয়া তোমার সৌরভ। 
শাস্ত্রের সহজ হিসাব ছেড়ে হৃদয়ের আঙিনায়। 
এঁকেছি সৌন্দর্য তোমার, নানা মহিমায় 
অনেক যত্নে আঁকা তোমার সে রূপ
মৃত্যুর মাঝেও কভু হবেনা বিরূপ 
মৃত্যুর হাত ধরে যতদুরে যাই
তোমার সৌন্দর্যের মাঝে মোরে দিও ঠাই।

দেওয়ান সেলিম চৌধুরী। কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন