অস্পষ্টতা -বজলুস শহীদ
আমার সকাল, তোমার বিকেল
অনেক কথা, নিরবতা,
ভাংগছে দেয়াল, স্মৃতির পাতা
বুকের ব্যথা, বলছে ডাকি
কোথায় থাকি, কোন বিজনে?
একটা রাখি, বাঁধবে নাকি
আমার হাতে, ক্ষণে ক্ষণে
একটা কথা, চুপটি করে
উঠবে বেজে সংগোপনে।
স্তব্ধ বিকেল শূন্য মাঠে
করছে খেলা,
দূর পাহাড়ে সন্ধ্যা নামে
মেঘের ভেলা,
যায় হারিয়ে কোন অজানায়
আসবে কি আর সে কখনো
এই ঠিকানায়?
সব খেলাত সাঙ্গ হলো
যাচ্ছি চলে দূর অজানায়
পায়ের চিহ্ন এঁকে গেলাম
খুঁজে নিয়ো শিশির কণায়।
বজলুস শহীদ
২২আগষ্ট ২০১৯.
অটোয়া, কানাডা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!