আত্ম-আলিঙ্গন - তপনকান্তি মুখার্জি

প্রকাশিত হয়েছে : জুন ২৬, ২০২১ | দেখা হয়েছে: ৮৯৪ বার
আত্ম-আলিঙ্গন - তপনকান্তি মুখার্জি

খানেই অপেক্ষা করো, এই ভাঙাঘরের কোণে,  
এখানে আপাতত কারও আসার কথা নয়। 
এখানে রাত্তির ঝেঁপে চাঁদ খেলা করে, 
সময় মাথা গলায় চুরমার দেয়ালে, 
ফিসফিস করে দিন আসে ছিটেবেড়ার ফাঁক দিয়ে। 
এখানে একা একা ভাসা যায়, কাঁপা যায়, কাঁদা যায়। 
মাটিকে আলিঙ্গন করে স্বপ্ন নিয়ে নিরাপদ দূরত্ব থেকে 
নিজের সঙ্গে বসা যায় পাশাপাশি। 
এটাই তো দরকার। 'আমি' যে খুঁজে বেড়ায় 'আমি' কে। 
আর ঠিকঠাক খোঁজ পেলে টুনি আলো জ্বলবেই 
হৃদয় - মন্দিরে। 

তপনকান্তি মুখার্জি 
হুগলী, পশ্চিমবঙ্গ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন