রুখে দাও করোনা - এম ডি আজাদ

প্রকাশিত হয়েছে : মার্চ ১৪, ২০২০ | দেখা হয়েছে: ৯৪২ বার
রুখে দাও করোনা - এম ডি আজাদ

য় না পেয়ে করবে তুমি সতর্কতা অবলম্বন, 
যায় না বলা কখন যে হয়,
ভাইরাস সংক্রমণ! 
বারে বারে খাবে পানি,
ধু'বে ঘন হাত,
আসেও যদি ভাইরাস কভু,
যাবেই পানির সাথ!
রাখবে ঢেকে হাঁচি-কাশি, 
ট্যিসু, রুমাল, হাতে-
যেন ভাইরাস নাহি ছড়ায়,
অন্যকারও সাথে! 
হাত না ধু'য়ে মুখে, নাকে,
দিও নাকো হাত-
দিলেই ভাইরাস ঢুকে তোমায়, 
করবে কুপোকাত! 
লোক সমাগম এড়িয়ে চলো,
হ্যান্ড শেক করা বন্ধ রাখো,
মাস্কটা দিয়ে মুখটা ঢাকো,
এটাই সাবধানতা-
মেনে চলো স্বাস্থ্য বিধি,
বাঁচাও মানবতা!

এম ডি আজাদ । ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন