কে নেবে দায়ভার? - দেওয়ান সেলিম চৌধুরী

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৩, ২০২৫ | দেখা হয়েছে: ৬১০ বার
কে নেবে দায়ভার? - দেওয়ান সেলিম চৌধুরী

দমকে করিয়া সৃজন বেহেস্ত মাঝে
    উলঙ্গ সাজে,
কহিলে ডাকিয়া ফেরেশতা ছিল যত
    তোমার সৃষ্টির মাঝে।
করিলে আদেশ উলঙ্গ বেশ
     আদমকে করিতে প্রণাম।
ফেরেশতার চেয়েও বড় করে গড়া,
     মানুষ তাহার নাম।
আদমকে সেজদায় কে করিবে মানা,
     তোমারতো ছিল চেনা।
নামও তার ঠিক করা ছিল,
      নামের অর্থও ছিল জানা।
তাই তাড়াহুড়ো করে রেখেছিলে গড়ে
       স্বর্গচ্যুত মানুষের ঠিকানা।
তোমার ইচ্ছায় আদমকে লয়ে, অতি নির্ভয়ে
       শয়তান মেলিলো ডানা,
কোন গ্রহে এসে ফেলিবে নোঙর
       শয়তানের ঠিকই ছিল জানা।
শুধু তোমার স্বর্গ আদমকে হারালো
       তুমিতো করোনি মানা?
তোমার ভূবনে এ কেমন অদ্ভূত আচার,
যা ঘটার, ঘটে যাবে সবটুকু তার।
সীমাহীন শক্তি নিয়েও তুমি নির্বিকার,
শয়তানকে ঠিকই দিলে তার পূর্ণ অধিকার। 

আজ তুমি কি নেবেনা তার কোন দায়ভার?

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন