অবাস্তব - প্রভঞ্জন ঘোষ

প্রকাশিত হয়েছে : অক্টোবর ১৮, ২০২৪ | দেখা হয়েছে: ৪৩৬ বার
অবাস্তব - প্রভঞ্জন ঘোষ

মনি-এমনি ভেবে
কখন রেগে লাল হয়ে যায় 
কখন ভয়ে ডোবে।
কখন মুখে মুচকি হাসে
কখন নাচায় পা
কখন আবার মাথা দোলায়
কখন দোলায় গা।
এমনি-এমনি ভেবে 
কখন উদাস তাকিয়ে থাকে
কখন শোকে চোবে।
কখন ঘেমে হাঁপিয়ে ওঠে
কখন জ্বলে চোখ,
কখন ঝেড়ে ফুঁসে ওঠে 
মাথায় চাপে রোক।
কখন মনটি উড়ু-উড়ু
কখন মেজাজ ধীর
হীমের মত শীতল কখন
ভেতর মানুষটির।
এমনি-এমনি ভেবে
ঘুমে দু'চোখ ঝিমিয়ে পড়ে
অবসাদে ডোবে- - -
সে সব কিছু নয়
আসলে সব‌ই কাল্পনিক 
বাস্তবতায় ফিরলে সোজা
বাঁক হয়ে যায় ঠিক।

প্রভঞ্জন ঘোষ
পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন