একটি স্ট্র - রঞ্জনা রায়

প্রকাশিত হয়েছে : আগস্ট ২, ২০২১ | দেখা হয়েছে: ১১৩০ বার
একটি স্ট্র - রঞ্জনা রায়

( স্ট্যান স্বামীর প্রতি শ্রদ্ধা )
তুমুল বৃষ্টি
জল থৈ থৈ কলকাতা
ভেসে যাচ্ছে আবর্জনা 
ভেসে যাচ্ছে একটি স্ট্র।
দুঃসহ পারকিনসন ডিজিস্ 
গারদের নির্মম অন্ধকূপে 
আকন্ঠ তৃষ্ণা
বৃদ্ধ অসহায় শরীরে 
অতি সামান্য চাহিদা 
একটি স্ট্র 
শোষণের নিক্তিতে মাপজোক 
আইন আদালতের কলকাঠি।
একটা স্ট্র নয় পিপাসা মেটানোর সহায়ক 
একটা স্ট্র- ও যে এক ভয়ংকর অস্ত্র!
নকশাল বৃদ্ধের এই ছলচাতুরি 
ওদের চোখে জ্বলজ্বলে স্পষ্ট।

 দলিতদের পাশে, দলিতদের সেবায়
 চির অতন্দ্র ওই আরবান নকশাল
 মেলে না জামিন মেলে না বিচার
 রাষ্ট্রের অন্ধকূপে আরো একটি
 দয়াহীন মৃত্যুর সঞ্চয়!

 জল থৈ থৈ রাস্তায় ভেসে যায় স্ট্র
 এক দুই তিন অথবা চার
 অসংখ্য বিচারহীন মৃত্যুর পরোয়ানা।

 রঞ্জনা রায়। কলকাতা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন