হ্যালো 9434...... মৈত্রেয়ী সিংহরায়
হ্যালো 9434.....
হ্যালো শুনতে পাচ্ছ?
অনেকবার রং নাম্বার পেরিয়ে
তোমাকে পেয়েছি।
আজ 14ই ফেব্রুয়ারি,
তোমার জন্মদিন আর
আমার ভালোবাসার।
বারবার মনের ভুলে
দরজা খুলে বাইরে দাঁড়াই
কে যেন আসবে মনে হয়
সৈনিকের পোশাক গায়....
হ্যলো 9434.....
হ্যালো শুনতে পাচ্ছ?
ভেতরে ভেতরে আমি
ভীষণ অপেক্ষায় আছি
ভেতরে ভীষণ অপেক্ষা
আমাকে ভয়ানক কাঁদাচ্ছে।
ভেতরে বিষম তান্ডব করে
নিঃসঙ্গতা বাজে
শুধু মাঝরাতে বেজে ওঠে না
একটা টেলিফোন বা হঠাৎ
দরজায় বাজে না
একটা নিবিড় কড়া।
শেষবার এসে ছিলে
কফিন বন্দী হয়ে।
হ্যালো 9434.....
হ্যালো শুনতে পাচ্ছ?
আজ আমি তোমাকে
আমার ধূ ধূ শূন্যতার কথা
জানাতে চাইছি না
রাত ফুঁড়ে কান্না থামিয়ে বলছি
আবার আমাদের দেখা হবে কোনো দিন
অন্য এক অচেনা শহরে
অন্য এক আকাশের নীচে
অন্য এক জ্যোৎস্না রাতে
অন্য এক দরজায়।
হাতে হাত তুলে নিয়ে বলব
দিগন্ত অবধি কোনো মৃত্যু নেই,
চোখের পাতা ভিজিয়ে বলব
কোনো সূর্যাস্ত হয়নি।
কোনো 14ই ফেব্রুয়ারি নয়
বছরের সবদিন তোমার জন্মদিন
আর আমার ভালোবাসার।
....... Happy Valentine's day
মৈত্রেয়ী সিংহরায়। মেমোরি, বর্ধমান
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!