সুস্থ থেকো ধরণী - শ্রী রাজীব দত্ত

প্রকাশিত হয়েছে : জুন ৬, ২০২৩ | দেখা হয়েছে: ৫৮৮ বার
সুস্থ থেকো ধরণী - শ্রী রাজীব দত্ত

সুস্থ থাকুক তোমার আমার এই পৃথিবী
ভালো থাকুক আমাদের প্রকৃতি,
অঝোর ধারায় ঝরে পড়ুক সুখের বর্ষণ,
বন্ধ হোক, বন্ধ হোক সব ধরনের দূষণ।

সুস্থভাবে বাঁচব মোরা,
সুস্থ থাকবে আগামী,
এসো সুস্থ থাকি সবাই মিলে,
রাম-রহিম কিংবা আমি, তুমি।

চারিদিকে এত দূষণে ভরা
নিঃশ্বাসেও রয়েছে বিশ,
জল হোক কিংবা বায়ু সবেতেই দূষণ,
কোথায় এখন সুস্থতার হদিস?

এসো সবে মিলে গড়ে তুলি এক সুন্দর পৃথিবী,
বৃক্ষরোপণ হোক বিশ্ব পরিবেশ দিবস উদযাপন,
আমরাই পারি ধরণীকে নতুনভাবে সুস্থ করতে,
সকলে মিলে সৃষ্টি করি, নব জীবনের সাতকাহন।

শ্রী রাজীব দত্ত
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন