গ্রহান্তরের গাঙচিল - ফরিদ তালুকদার

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ৩০, ২০২০ | দেখা হয়েছে: ১০৮৩ বার
গ্রহান্তরের গাঙচিল - ফরিদ তালুকদার

ব্দেরা সব আজ 
দল ছুট  একা একা
দেয়ালের পূরণ এলবামে
সেঁটে থাকে অর্থহীন ইতিহাস 

আততায়ী গাড়ে নিবাস
মস্তিষ্কের বিবশ বিবরে
পড়শী পশ্চিমা হাওয়া
বিবর্ণ করে সবুজের ঘ্রাণ 

নিজস্ব স্বাধীনতাকে ঘোষণা করবে বলে
বুকে বারুদের গন্ধ নিয়ে 
অন্ধকারে নেমে আসে একা তরুণ। 

প্রসাধন টেবিলের বিপনি-বিতান
দেখে সাজের দীর্ঘ প্রহর 
ময়ূর পেখমী বসন্ত ঢেউ তোলে
রমণীর মাদকীয় আঁচলের তীরে

অর্বাচীন রাতের জঠরে কিছু পতঙ্গ 
মেতে উঠে মৃত্যুর হোলি খেলায়
হৃদয়ে রাজত্বের পথে 
সবুজ এমারল্ড
কোন অনামিকাকে করে নেয় দখল।

সপ্তর্ষিদের পথে পথে 
নিশাচরের নিয়েছি দীক্ষা 
পেশাদার ডুবুরির মতো
নিমজ্জিত থাকি পঞ্চকোষ সমুদ্রে 
এখনো দুর্বোধ্য সব 
হৃদয় ঘটিত কথোপকথন।

লক্ষ প্রাণের ঘুমন্ত কপাটে 
আঘাত হানে যে সূর্য 
হিমাংকের নীচ থেকে 
উঠে আসতে আসতে শুধাই
পৃথিবী কি আরও চায় রক্তপাত? 
কিন্তু আমি যে এখনো বুঝিনা 
রক্তের কোন ভেদ?

সুরভিত এক ফোঁটা জলের নেশায়
নীলিমার বুক ছুঁয়ে আমি যে কেবল 
যুগ যুগ ধরে উড়ে বেড়াই

গ্রহান্তরের এক গাঙচিল..!!

ফরিদ তালুকদার । টরন্টো, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন